দেশজুড়ে

তরুণ প্রজন্মের ভবিষ্যত সুরক্ষায় কিশোর গ্যাং দমন করতে হবে: র‌্যাব মহাপরিচালক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার, পারিবারিক মূল্যবোধ এবং সচেতনতা নিশ্চিত করতে পারলেই কমবে কিশোর অপরাধ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এমন মত দেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘কিশোর গ্যাং বৃদ্ধির কারণ’ এই শিরোনামে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে দুই স্কুলের বিতার্কিকরা সরকারি দল ও বিরোধী দলের ভূমিকায় বিতর্কে অংশ নেন।

বিতর্কে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে সরকারি দলের প্রস্তাব ও যুক্তির বিপরীতে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বিরোধী দলের সদস্যরা।

দুই দলের বক্তব্য ও যুক্তিখণ্ডনের পর বিচারকদের রায়ে দুই দলই সমান নম্বর পাওয়ায় প্রস্তাব অমীমাংসিত রেখেই সংসদ শেষ হয়।

র‍্যাব মহাপরিচালক বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যত রক্ষায় যেকোনোভাবেই কিশোর গ্যাং দমন করতে হবে। জনসচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, যেভাবেই হোক কিশোর গ্যাং কালচারকে নিয়ন্ত্রণে আনতে হবে। এটার জন্য দরকার জনসচেতনতা। তরুণ প্রজন্মকে কোনোভাবে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close