দেশজুড়েভ্রমন

খুলে দেয়া হলো জাতীয় চিড়িয়াখানা, মানতে হবে স্বাস্থ্যবিধি

ঢাকা অর্থনীতি ডেস্ক: খুলে দেয়া হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। সকাল থেকে ভিড় করছেন দর্শনার্থীরা।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ জানান, দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হবে।

তিনি আরও জানান, ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হয়েছে। চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা।

Related Articles

Leave a Reply

Close
Close