খেলাধুলা

খেলার মাঠেই পানিতে ডুবে প্রাণ গেল ৭ সমর্থকের!

ঢাকা অর্থনীতি ডেস্ক: খেলা দেখতে এসে মাঠেই পানিতে ডুবে মারা গেল ৭ সমর্থক।  মাঠে চলছিল ফুটবল খেলা।কেউ কিছু বুঝে ওঠার আগেই হড়কা বানে ভেসে গেল মাঠ। চোখের নিমেষেই তলিয়ে গেলেন সাত ফুটবল সমর্থক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মরক্কোর দক্ষিণাঞ্চলে তিজার্ত গ্রামে ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নদী বাঁধ ভেঙে আচমকাই পানি ঢুকে পড়ে স্থানীয় এক মাঠে।

সেখানে তখন ম্যাচ চলছিল। মুহূর্তে ভেসে যান খেলা দেখতে আসা ৭ দর্শক। বেশ কয়েকজন সাঁতরে প্রাণে বাঁচলেও সাতজন নিখোঁজ হন। পরে তাঁদের দেহ উদ্ধার হয়।

ওই মাঠে সেই সময় প্রচুর মানুষ ছিলেন। কেউ কিছুই বুঝতে পারেননি। পার্শ্ববর্তী নদী তীরবর্তী অঞ্চলে বাঁধ ভেঙে পড়ায় পানি ঢুকতে থাকে গ্রামের ভিতর। মাঠটি অপেক্ষাকৃত নিচু অঞ্চলে থাকায় প্লাবনের পানিতে ভেসে যায়। মুহূর্তে নিখোঁজ হয়ে যান সাতজন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে বেশি উচ্চতা দিয়ে ওই নদীতে পানি প্রবাহিত হচ্ছিল। তবে বাঁধে কোনওরকম ফাটল কেউ লক্ষ্য করেননি। মনে করা হচ্ছে, পানির তোড়ে বাঁধ ভেঙে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close