আশুলিয়াশিক্ষা-সাহিত্যস্থানীয় সংবাদ

গণ বিশ্ববিদ্যালয়ে মশা নিধন ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচী

গবি প্রতিনিধিঃ এডিস মশা নিধন ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির কর্মসূচী হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে এবং সাধারণ ছাত্র পরিষদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বাবু, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল হাসান মাসুম, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. আমজাদ হোসেন, সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রনি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

গবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) জুয়েল রানা বলেন, “বাংলাদেশের মানুষের আয়ের কথা মাথায় রেখে সরকারের কাছে সারাদেশের ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”

রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, আগামীতে আশেপাশের স্থানীয় জনপদেও সচেতনতা মূলক প্রচারণা চালানো হবে৷ সেজন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তার এবং শিক্ষার্থী সহ কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করবো।

কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ঝোপ ঝাড় এবং শিক্ষার্থীদের বাসস্থানগুলোর আশপাশ পরিষ্কার করেছি। বিশেষ করে এডিস মশার আবাসস্থল, জমে থাকা স্বচ্ছ পানি সরিয়েছি।”

Related Articles

Leave a Reply

Close
Close