তথ্যপ্রযুক্তি

আবারও ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে মিয়ানমার

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাখাইন ও চীন প্রদেশে আবারও ইন্টারনেট বন্ধ করলো মিয়ানমার।

মিয়ানমারের সংঘাতময় রাখাইন ও চীন প্রদেশে আবারও মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়। সোমবার (০৩ ফেব্রুয়ারি) টেলিকম অপারেটর কোম্পানি টেলিনর একথা জানিয়েছে।

নরওয়েভিত্তিক মোবাইল ফোন অপারেটর টেলিনর গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়ের এই নির্দেশনা রাখাইন ও চীন রাজ্যের পাঁচটি এলাকায় কার্যকর হবে। নিরাপত্তা ও জনস্বার্থকে কারণ হিসেবে উল্লেখ করে ‘সাময়িকভাবে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

জনস্বার্থ এবং নিরাপত্তার কারণ দেখিয়ে এই নির্দেশ দিয়েছে দেশটির পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) থেকে রাখাইন ও চীন রাজ্যের পাঁচটি শহরে ইন্টারনেট নিষেধাজ্ঞা কার্যকর হয়। আগামী তিন মাস এসব এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে।

এদিকে, গত বছরের নভেম্বরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের আহ্বান জানায় জাতিসংঘ। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় মিয়ানমারের মর্যাদার ওপর প্রভাব পড়ছে।

গত বছরের জুনেও মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় বিদ্রোহীদের সংঘর্ষের জেরে রাখাইন এবং চীনে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close