দেশজুড়েপ্রধান শিরোনাম

গাজীপুরে ছিন্নমূল শিশুদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরে ঝরেপড়া শিশু ও ছিন্নমূল মানুষকে প্রশিক্ষণ শেষে ভাতা প্রধান ও সেলাই মেশিন বিতরণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

আর্থসামাজিক ও নারী উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমাহার’ এ আয়োজন করে।

আজ শুক্রবার (১১ মার্চ) জেলা সদরে গাজীপুর ক্লাবে এক অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া শিশুদেরকে ভাতা প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, সমাজের সবস্তরের সুষম উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সমাহারের নির্বাহী পরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সমাহার’এর প্রতিষ্ঠাতা সভাপতি সালেহা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসা. ফেরদৌস বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলয়ের উপসচিব তানজিনা ইসলাম প্রমুখ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close