দেশজুড়েপ্রধান শিরোনাম

গাজীপুরে ডাকাতচক্রের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরে ডাকাতচক্রের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিটি করপোরেশনের রওশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। খবর পেয়ে বাসন থানা-পুলিশের একটি দল তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চক্রটি গভীর রাতে কৌশলে শহরের বাসাবাড়িতে প্রবেশের পর জিম্মি করে সবকিছু লুট করে নিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এদিকে একই রাতে চান্দনা এলাকায় একটি বহুতল ভবন থেকে বিপুল পরিমাণ জালটাকাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তিনটি চাপাতি, ২টি ছোরা, ১টি লোহার রড ও অনুমান ৫ গজ রশি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close