করোনাদেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্যস্বাস্থ্য

গাজীপুরে পোশাক কর্মীদের নিবন্ধন ছাড়াই দেয়া হবে করোনার টিকা

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে নিবন্ধন ছাড়াই গাজীপুরে আগামীকাল থেকে পোশাক শ্রমিকদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান। টিকা নিতে সঙ্গে আনতে হবে অফিস আইডি ও জাতীয় পরিচয়পত্র।

শনিবার (১৭ জুলাই) দুপুরে টিকাদানের অংশ হিসেবে গাজীপুরের সিভিল সার্জন মহানগরের কোনাবাড়ী এলাকায় কয়েকটি কারখানা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে জেলা সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামান জানান, কাল রবিবার (১৮ জুলাই) সকাল ৯টায় এই কার্যক্রম উদ্বোধন করা হবে। করোনার টিকা নেয়ার জন্য পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে অফিসের আইডি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। প্রতিদিন প্রায় ১০ হাজার শ্রমিক ও কর্মকর্তাদের টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।

বিশেষ করে পোশাক শিল্পের সাথে জড়িত প্রায় ২৫ লক্ষাধিক শ্রমিক ও কর্মকর্তাদের শতভাগ টিকার আওতায় আনার জন্য এই কার্যক্রম।

Related Articles

Leave a Reply

Close
Close