দেশজুড়ে

পুলিশ বক্সে অটোচালকদের আগুন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনা না মেনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন অটো চালকরা।এ সময় কালশীতে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন অটোচালকরা। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে।

তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকরা। পরে মিরপুর-১১, মিরপুর-১, আগারগাঁও ও কালশী এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শত শত চালক বিক্ষোভে যোগ দেন।

চালকদের বিক্ষোভে কয়েকটি বাস-মিনিবাস ভাঙচুর ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চালকদের বিক্ষোভ ও সড়ক অবস্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল।

Related Articles

Leave a Reply

Close
Close