দেশজুড়েপ্রধান শিরোনাম

সাহারা খাতুনের আসনে ভোট গ্রহণ শুরু, ভোটার উপস্থিতি খুবই কম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সরেজমিনে বিভিন্ন বুথ ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম। সকাল সাড়ে ৮টার পরে রাজধানীর আইইএস স্কুল এন্ড কলেজের দুই বুথ ঘুরে কোন ভোট পড়তে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে দেখা গেছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

উপনির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর এবং আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ হাবিব হাসান।

বাকিরা প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close