দেশজুড়েপ্রধান শিরোনাম

গ্রাম্য বিরোধের জের ধরে “বিষ” প্রয়োগে ১১শ হাঁস নিধন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গ্রাম্য বিরোধের জের ধরে টাঙ্গাইলের মধুপুরে বিষ প্রয়োগে ১১শ হাঁস নিধন করার অভিযোগ করা হয়েছে।

মধুপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আরিফ হোসেন জানান, তিনি তার দুই আত্মীয়কে নিয়ে ক্যাম্বেল প্রজাতির ১১শ হাঁসের ছানা নিয়ে দুই মাস আগে খামার গড়ে তোলেন। এই ২ মাসে অধিকাংশ হাঁস ডিম দেয়ার উপযোগী হয়। কয়েক দিন আগে গ্রামের প্রতিপক্ষের সাথে টাকা লেনদেন নিয়ে বিবাদ হয়। আরিফের অভিযোগ ওই বিবাদের জের ধরে সোমবার (২৪ আগস্ট) ভোর রাতে খাবারের সাথে বিষ মিশিয়ে এ হত্যাযজ্ঞ চালানো হয়।

মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ বলেন, মৃত্যুর কারণ জানতে একটি মৃত, দুটি জীবিত হাঁস নিয়ে আসি। মৃত হাঁসের বুক চিরে বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণ দেখতে পেয়েছি।

তিনি আরো বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মৃত হাঁসের নমুনা সংগ্রহ করে ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।

মধুপুর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এন এইচ.

Related Articles

Leave a Reply

Close
Close