দেশজুড়েপ্রধান শিরোনাম

চকবাজারে আগুনে পোড়া ভবনে ৬ জনের মরদেহ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর চকবাজারের দেবিদাস ঘাট এলাকায় আগুন লাগা পলিথিন কারখানা থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ছয়জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. শরিফ (১৫), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৪টায় এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার জানিয়েছেন, ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এরমধ্যে তিনজনের মরদেহ ভবনের নিচে নামানো হয়েছে। বাকি তিনটি মরদেহ নামানোর চেষ্টা চলছে।

এর আগে দুপুর ১২টার দিকে পলিথিন কারখানায় আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন বলেন, চকবাজারের কামালবাগের দেবিদাস ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগার পর আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

বেলা ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এবং পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close