বিনোদন

চলচ্চিত্রকর্মীরা পাচ্ছেন ৩ কোটি টাকার অনুদান

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে বিশ্ব অর্থনীতি। যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের চলচ্চিত্রের ওপর। তাই সংকটে থাকা ৩০০ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, ‘প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে আছে। অনুদানের অর্থ কবে চলচ্চিত্রকর্মীদের দেওয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।’

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এখনো আনুষ্ঠানিকভাবে কোনো খবর পাইনি। তবে আমিও শুনেছি এ খবর। সরকারপ্রধান এ সময় সারা দেশের মানুষের পাশেই দাঁড়াচ্ছেন। আমরা জানি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষের প্রতিও তার সুনজর রয়েছে।’ চলচ্চিত্রের সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠকে শিগগিরই অনুদানের জন্য চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে বলে জানান প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং শুরুর অনুমতি দেওয়া হলেও করোনাভাইরাসে ঝুঁকির মধ্যে শিগগিরই শুটিং শুরু হবে কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছেন চলচ্চিত্রকর্মীরা।

Related Articles

Leave a Reply

Close
Close