দেশজুড়ে

চাঁদপুরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিক আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারা চরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিক আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। এসময় দুইটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এএসএম লুৎফর রহমান বলেন, রাতে অভিযানের সময় নদীতে ট্রলার দেখতে পেয়ে থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ট্রলার না থামানোয় দুই রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে কোস্টগার্ড সদস্যরা। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে পালানোর চেষ্টা করলে সেখান থেকে তাদের আটক করা হয়। এসময় কিছু দেশীয় অস্ত্র, ১০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, যদিও আটকরা বলেছেন তারা ট্রলার ও ড্রেজার শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে তারা ড্রেজারে কাজ করে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close