বিশ্বজুড়ে

আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোবেল পুরস্কার কমিটি নিরপেক্ষভাবে বিবেচনা করলে আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  কিন্তু এটি যথাযথভাবে দেওয়া হয় না বলেও দাবি করেছেন তিনি।

সোমবার( ২৩ সেপ্টেম্বর)  নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। কাশ্মির সংকট নিরসনে সহায়তা করতে পারলে নোবেল পুরস্কার পেতে পারেন বলে এক সাংবাদিককের মন্তব্যের প্রেক্ষিতে তিনি এমন বক্তব্য দেন।

নোবেল পুরস্কার জেতার যোগ্য ব্যক্তি কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি অনেক কারণেই আমি নোবেল পুরস্কার পাবো, যদি তারা নিরপেক্ষভাবে দেয়। কিন্তু তারা সেটি করে না। ’

এছাড়া বারাক ওবামার নোবেল প্রাপ্তি নিয়েও বিষ্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন,’তারা ওবামাকে প্রেসিডেন্ট পদে আরোহণের সঙ্গে সঙ্গেই এ পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেওয়া হলো সে সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না। এর কারণ কি আপনাদের জানা আছে?’

Related Articles

Leave a Reply

Close
Close