দেশজুড়েপ্রধান শিরোনাম

চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণ; রিহ্যাবের ২ পরিচালক গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাকৃতরা হলেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল সংবাদমাধ্যমে জানান, রোববার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই নারী। এ অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close