আমদানি-রপ্তানীদেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ পরীক্ষা-নীরিক্ষা করা দেখা হচ্ছে: শিল্প সচিব

নিজস্ব প্রতিবেদক: এবারের কোরবানীর ঈদে দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়ার ন্যায্য দাম পায়নি বলে অভিযোগের বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে যোগাযোগ করে পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে শিল্প সচিব কে এম আলী আজম।

রোববার(০২ আগস্ট) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া নগরী ট্যানারির কাঁচা চামড়া ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ট্যানারি পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান এসডিসি, শিল্প মন্ত্রণালয়ের অক্তিরিক্ত সচিব সাখাওয়াত, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক প্রকৌশলী জিতেন্দ্র নাথ পালসহ আরো অনেকে।

এছাড়া চামড়া রপ্তানী সম্পর্কে সচিব আরও বলেন, সবাই যে ঢালাওভাবে চামড়া রপ্তানী করার সুযোগ পাবে তা না। সবাইকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। একটি কমিটি গঠন করা হয়েছে। কেউ রপ্তানী করতে চাইলে সেই কমিটির কাছে আবেদন করবেন। তারপর কমিটি ক্লিয়ারেন্স দিলে আমরা রপ্তানী করার সুযোগ দিব। এটিই কেস টু কেস পদ্ধতি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close