জীবন-যাপনতথ্যপ্রযুক্তিবিশ্বজুড়ে

চালকবিহীন গাড়ী তৈরির পথে ইরান

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার চালকবিহীন গাড়ী নির্মাণ প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাচ্ছে ইরান। এ লক্ষে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সহযোগিতা করে যাচ্ছে। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমির এক টুইটে এ তথ্য প্রকাশ পায়।

টুইটে তিনি লিখেছেন, “আমাদের তরুণরা সব সময় সর্বোত্তমটিই অর্জন করে থাকে। আমি টেলিযোগাযোগ গবেষণা কেন্দ্রকে বলেছি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় তারা যেন চালকবিহীন গাড়ী নির্মাণ প্রযুক্তির উন্নয়ন ঘটায়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটার ক্ষেত্রে আমরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। এখন কেবল পণ্য উৎপাদন বাকি।”

এদিকে গেল শনিবার মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি জানিয়েছেন, তারা মহাকাশে একজন নভোচারী পাঠাবেন। তিনি বলেন, ইরানের মহাকাশ সংস্থা অন্যান্য দেশের সহযোগিতায় একজন ইরানি নভোচারীকে মহাকাশে পাঠানো হবে। এছাড়া, ২০২১ সালের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে যা পৃথিবীর এক মিটার দৈর্ঘ্যের বস্তুকে শনাক্ত করতে পারবে। এটি হাই-রেজ্যুলেশনের ছবি কেন্দ্রে পাঠাবে।

/এসএম

Related Articles

Leave a Reply

Close
Close