করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ সামলাতে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এরমধ্যে গণপরিবহনে ধারণক্ষমতার তুলনায় অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে বর্তমান ভাড়া ৬০% বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই ভাড়া ৬০% বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।”

প্রসঙ্গত, দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণের বৃদ্ধি রোধে বেশ কিছু নিষেধাজ্ঞার কথা জানিয়ে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার (২৯ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনাগুলো জারি করা হয়।

এসব নির্দেশনাগুলো সারা দেশে কার্যকর থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই সপ্তাহ বলবৎ থাকবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close