দেশজুড়েপ্রধান শিরোনাম

চিকিৎসকদের জন্য ১ টাকায় ৩০ জিবি ইন্টারনেট সেবা দিবে গ্রামীণফোন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের পরিস্থিতিতে ১০০ কোটি টাকার সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে গ্রামীণফোন। ২৫ হাজার চিকিৎসককে প্রতি মাসে মাত্র ১ টাকায় ৩০ জিবি ডাটা দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সহায়তা আগামী ৬ মাস চলবে।

শুক্রবার(৮ মে) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। তিনি আরো জানান, গত এপ্রিলে রিচার্জ করতে সমস্যায় পড়েছেন এমন এক কোটি গ্রাহককে দশ কোটি মিনিট ফ্রি টকটাইম দিচ্ছে গ্রামীণফোন।

এছাড়া গ্রামীণের সব গ্রাহক সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বনিম্ন ৪৮ পয়সায় যে কোন অপারেটরে কথা বলতে পারবেন। ইন্টারনেটের চাহিদার কথা মাথায় রেখে সব গ্রাহককে মাইজিপি অ্যাপে সাপ্তাহিক প্যাকেজে ১০০ ভাগ বোনাস দেয়া হচ্ছে।

এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ কোটি টাকার ঋণ সহায়তার ঘোষণাও দেয় গ্রামীণফোন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close