বিশ্বজুড়ে

চীনে ভয়াবহ বন্যা

ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ চীনের কিছু অংশে রেকর্ড পরিমাণ বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) ভারী বৃষ্টিপাতে পার্ল নদীর পানি গত ১০০ বছরে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এ বন্যা দেখা দিয়েছে বলে জানা যায়। কর্দমাক্ত বন্যার পানিতে দোকান ও ভবন প্লাবিত হয়েছে এবং লোকজনকে ধ্বংসাবশেষ সরিয়ে নিতে দেখা গেছে। খবর এএফপির।

ইতোমধ্যেই এ অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ থেকে কয়েক লক্ষ লোককে সরিয়ে নেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে গুয়াংডং প্রদেশ যা চীনের প্রযুক্তি রাজধানী শেনজেনের আবাসস্থল।

চীনের পানিসম্পদ মন্ত্রণালয় বুধবার পার্ল নদীর অববাহিকায় সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করে বলেছে, নদীর পানির স্তর এ যাবত কালের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং তার প্রভাব প্রাদেশিক রাজধানী গুয়াংজুতে গিয়ে পড়বে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবারের বন্যার ক্ষতি আনুমানিক ২৫৩ মিলিয়ন হবে জানিয়েছিল।

Related Articles

Leave a Reply

Close
Close