দেশজুড়ে

যৌতুকের টাকার জন্য গৃহবধূকে খুন, শ্বশুর গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়িতে যৌতুকের টাকার জন্য খুন হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় নিহতের শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত গৃহবধূর নাম বিউটি বেগম। তার সাথে বছর দুয়েক আগে বিয়ে হয় পলাশবাড়ি সিদুইর গ্রামের মামুন মিয়ার।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে স্বামী মামুন। সোমবার রাতে টাকার জন্য মামুন তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এতে রাতেই সে মারা যায়। মৃত স্ত্রীকে ঘরে রেখে পালিয়ে যায় ঘাতক মামুন।

তিনি আরও জানান, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার দিকেও ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। তারা ঘরে ঢুকে দেখতে পান বিছানায় বিউটির মৃতদেহ পরে আছে। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং নিহতের শ্বশুর আব্দুল মজিদ মিয়াকে গ্রেপ্তার করে ।

ওসি বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মুখ দিয়ে লালা বের হতে দেখা গেছে। বিষয়টি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে।’

Related Articles

Leave a Reply

Close
Close