শিক্ষা-সাহিত্য

জাবিতে এক রাতে ছাত্রী আবাসিক হলের ১৭ কক্ষে চুরি

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের প্রীতিলতা আবাসিক হলের ১৭টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে।

চুরির বিষয়টি হল প্রশাসনের নজরে আসে গতকাল শুক্রবার ১২ জুন) সকালে। গত বৃহস্পতিবার রাত ১২ টার পর এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে হল কর্তৃপক্ষ। চুরির ঘটনা তদন্তে সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষক শাশ্বতী মজুমদারকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।

প্রীতিলতা হল প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হল প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনের মতো হলের প্রতিটি তলা তদারকি করা হয়। সেসময় চুরির কোন লক্ষণ চোখে পড়েনি। তবে শুক্রবার সকালে হলের ‘এ’ ব্লকের ২০১, ২০৩, ২১১, ২১৬, ২১৭, ৩০১ ও ৩০৫ এবং ‘বি’ ব্লকের ১১৩, ২০২, ২১২, ২১৩, ২২২, ৩০৯, ৪০৩, ৪১২ ও ৪২১ নম্বর কক্ষসহ একটি স্টোররুমের দরজার তালা খোলা এবং তালার সঙ্গে চাবি ঝুলতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ওইসব কক্ষে নতুন করে তালা ঝুলিয়ে দিয়েছেন। নিরাপত্তাব্যবস্থা থাকতেও কীভাবে এ ঘটনা ঘটেছে সে ব্যাপারে হল প্রশাসন কিছু জানে না বলে জানিয়েছে।

হলের আবাসিক ছাত্রী মনিকা ইয়াসমিন চুরি যাওয়া কক্ষগুলোর একটিতে থাকতেন। তিনি বলেন, ‘গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় মাত্র ১৫ দিনের বন্ধ ঘোষণা করা হয়। সেসময় অল্প কয়েকদিন ছুটির কথা ভেবে প্রায় সব জিনিসপত্রই হলে রেখে এসেছি। এর মধ্যে আমার টিউশনির ৫ হাজার টাকা এবং আমার রুমমেটের ২৫ হাজার টাকা, বেশকিছু পছন্দের শাড়িসহ নিত্য ব্যবহার্য সব জিনিসপত্রই ছিল। এসব জিনিসপত্র চুরি হয়ে গেলে বেশ মুশকিলে পড়ে যাব।’

হলের আরেক আবাসিক ছাত্রী আশরেফুল নাহার অভিযোগ করেন, ‘ছোটখাটো চুরি আগেও হয়েছে। রমজানের ছুটিতেও চুরি হয়েছে গণরুমে। লম্বা ছুটিতে গণরুম খোলাই পরে থাকে। প্রায়ই বারান্দা থেকে জামাকাপড় চুরি হয়। প্রশাসনকে এসব বিষয়ে বারবার বলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।’

চুরির বিষয়ে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়শা সিদ্দিকা বলেন, ‘শুক্রবার সকালে হলের দুটি ব্লকের ১৭টি কক্ষের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। সংশ্লিষ্ট কক্ষের ছাত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাকিদেরও জানানো হচ্ছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি কাজ করছে। আশা করছি শিগগিরই বিষয়টা খোলাসা হবে।’

এসব অভিযোগের বিষয়ে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়েশা সিদ্দিকা বলেন, ‘সিসিটিভি ক্যামেরা নষ্ট। আমরা সেসব ঠিক করার চেষ্টা করছি। এছাড়া ছাত্রীদের অন্য যেসব অভিযোগ আছে সেসব বিষয়ে আমরা সচেতন, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close