আশুলিয়াপ্রধান শিরোনামসাভার

জাবিতে হল নির্মাণের স্থান পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন

ঢাকা অর্থনীতি ডেস্ক: অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন শিক্ষার্থীদের হল নির্মাণের স্থান পুনঃনির্ধারণের এবং খেলার মাঠ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে অপরিকল্পিত ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের ব্যানারে উপাচার্য ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বিশেষ এলাকাকে সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল হিসেবে ঘোষণা দেয়া, পরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করা, লাইব্রেরি ভবনের নির্মাণ কাজ শেষ করা, বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা, একাডেমিক ভবন, শ্রেণিকক্ষ, ল্যাব, খেলার মাঠসহ অন্যান্য সকল বিষয়ে সমন্বিত পরিকল্পনা করা এবং একই নকশার পুনরাবৃত্তি না করে হলগুলো জন্য স্বতন্ত্র নকশা তৈরি করার দাবি জানান।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি মিছিল বের করে যা পুরাতন প্রশাসনিক ভবন ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Close
Close