খেলাধুলা

টাইগার ভক্তদের সম্মান জানালো আইসিসি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশকে সম্মান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ওভাল স্টেডিয়াম গ্যালারিতে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের ছবি আইসিসি তাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টুইটার পেজে ঠাঁই দেয়।

ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের জার্সি পরিহিত একদল দর্শক মাথায় লাল-সবুজের ক্যাপ নিয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখছেন। আবার কারো মাথায় বাংলাদেশের পতাকা। তাদের এই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন বিভিন্ন বয়সের বিভিন্ন দেশের মানুষও।

রোববার ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপের ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বোলারদের তুলোধুনো করে রেকর্ড ৩৩০ রান সংগ্রহ করেন সাকিব-মুশফিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৭৫ রান করেন সাকিব আল আহান।

টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।

এদিন মাশরাফি-সাকিবদের খেলা দেখার জন্য লন্ডন প্রবাসী বাঙালি কমিউনিটি কেনিংটন ওভাল স্টেডিয়ামে ভিড় জমান। লাল-সবুজ পোশাকে শরীর আবৃত করে আসেন তারা।

Related Articles

Leave a Reply

Close
Close