দেশজুড়েভ্রমন

টিকা গ্রহণকারীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র

ঢাকা অর্থনীতি ডেস্ক:করোনা সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, নভেম্বর মাস থেকে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে।

সোমবার হোয়াইট হাউজের কোভিড-১৯ সমন্বয়ক জেফ জিয়েন্টস নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার ঘোষণা দেন। তবে এক্ষেত্রে তাদের করোনা পরীক্ষা এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। নতুন নিয়ম সড়ক পথে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হবে না।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের যাত্রীরা ১৮ মাস পর দেশটি ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। ২০২০ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান নিয়ম অনুযায়ী কেবল মার্কিন নাগরিক, বাসিন্দা এবং বিশেষ ভিসাধারী বিদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close