দেশজুড়েপ্রধান শিরোনাম

ট্রাকে ধানভর্তি বস্তায় মিললো ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কল্যাণপুরে মিনি ট্রাকে ধানভর্তি বস্তা থেকে এক হাজার ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় মাদক ব্যবসায়ী সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২২টি ধানভর্তি বস্তায় অভিনব পন্থায় লুকানো বিপুল পরিমাণ ফেনসিডিলের এ চালানটি একটি মিনি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো।

আটকরা হলেন- আফাজ উদ্দিন (৩৩) ও রুবেল মিয়া (২৭)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অভিনব পন্থায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ফেনসিডিলের চালান সরবরাহ করে আসছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close