দেশজুড়ে

ট্রাফিক আইন অমান্য; রাজধানীতে ৬৩৬১ মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে ট্রাফিক আইন রক্ষায় নিরলসভাবে কাজ করে চলছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৩৬১টি মামলা ও ২৯ লাখ ৪২ হাজার ৮১০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১০৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩১৭টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২১৮২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৬৫টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়াও অভিযানকালে ৫৯টি গাড়ি ডাম্পিং ও ৭৯৭টি গাড়ি রেকার করা হয়।

সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৪টি মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close