দেশজুড়েপ্রধান শিরোনাম

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়ব কারাগারে

ঢাকা অর্থনীতি ডেস্ক: খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে কারাগারে পাঠানো হয়েছে বুধবার (২১ এপ্রিল) দুপুরে তাকে খুলনা সদর থানা থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রাতে এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে তার নূরনগরের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে বিকেলে খুলনা সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ করেন মেয়র।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোংলা বন্দরে শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি টাকা অর্থদণ্ড ও বন্ড লাইসেন্স বাতিল সংক্রান্ত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবু তৈয়ব। স্ট্যাটাসে বলা হয় ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত মেয়র খালেক।

Related Articles

Leave a Reply

Close
Close