ভ্রমন

ঢাকার পথে নতুন ড্রিম লাইনার ‘সোনার তরী’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার পথে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’।

শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোনার তরী ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। টানা ১৫ ঘণ্টা উড়ে প্রায় ১৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ শুক্রবার দিনগত রাত ৩টায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

যাত্রা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিম লাইনার ‘সোনার তরী’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন বাংলাদেশের পক্ষে ‘সোনার তরী’-কে গ্রহণ করেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সোনার তরীর যাত্রার উদ্বোধন করেন।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা নাগাদ ড্রিমলাইনার সোনার তরী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গত সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিম লাইনার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য বোয়িং ৭৮৭-৯ সিরিজের অত্যাধুনিক দু’টি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নতুন দু’টি ড্রিম লাইনারের নামকরণ করেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close