দেশজুড়ে

রাজধানীতে তিন বস্তা দুই টাকার কয়েন উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তিন বস্তা দুই টাকার কয়েন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা জোন। কে বা কারা কী উদ্দেশে এসব বস্তাভর্তি কয়েন রেখে গেছে এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার (২৭ মে) আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় কয়েনগুলো উদ্ধার করা হয়। ট্রাফিক উত্তর বিভাগ সংবাদ্বিমাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাফিক উত্তর বিভাগ জানায়, দুপুরে উত্তরা ট্রাফিক জোনের টিআই খন্দকার ইফতেখার হোসেনকে এক ব্যক্তি আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার কথা জানান।

তখন টিআই ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গে থাকা ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করে আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেন তারা।

পরবর্তী সময়ে উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় বস্তা তিনটি খুলে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা পাওয়া যায়। যা প্রতিটি বাংলাদেশি দুই টাকার কয়েন। যার ওজন দুই মণ সাড়ে ২৮ কেজি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close