জীবন-যাপন

এক মাছের দুই মাথা!

 ঢাকা অর্থনীতি ডেস্ক: এক মাছের দুই মুখ, এমন ঘটনা কাল্পনিক বা একেবারেই বিরল। বিষয়টি অবিশ্বাস্যও হলেও, এবার দুই মুখের মাছ ধরা পড়েছে বড়শিতে। আর সেই মাছের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চ্যাম্পলেন শহরে একটি লেকে বড়শিতে মাছটি ধরা পড়ে। ডেবি গেডেসে নামের এক নারী তার স্বামীকে নিয়ে মাছ ধরতে বের হয়ে এ মাছটি পান।

ডেবি গেডেস বলেন, ‘আমরা যখন নৌকায় উঠালাম তখন আমরা মাছটাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না! দু’টি মুখ! যদিও এই মাছটি স্বাস্থ্যবান বেশ! খুব আশ্চর্যজনক প্রাণী!’

তিনি আরও জানান, তিনি মাছটি ধরার পর স্বামীকে দিয়ে কয়েকটি ছুবি তুলে সেটি লেকে ছেড়ে দেন। পরে ওই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

সোমবার (১৯ আগস্ট) প্রথম ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করে ডেবি গেডেস। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়।

ফেসবুকে ছবিটিতে বহু মানুষ মন্তব্য করেছেন। এমন এক মন্তব্যকারী লিখেছেন, জীববিজ্ঞানী হিসাবে বলছি, আমি মনে করি এটি একটি বিকৃতি। ভ্রূণগতভাবে কিছু সমস্যা হয়েছে।তাই মাছটির এমন অবস্থা দাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close