শিক্ষা-সাহিত্য

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদের (গ ইউনিট) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির এ ফল প্রকাশ করেন।

ফলাফল অনুযায়ী, এই ভর্তি পরীক্ষায় পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২৯ হাজার ৯৯৭ জন। যার মধ্যে পাস করেছেন ৪ হাজার ২৮৯ জন। মেধাক্রম অনুযায়ী এবার মোট ৯৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এর আগে গত ৩ জুন অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

গত ২৭ জুন ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ‘খ’ ইউনিটে পাস করেছিল ৯ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। সেই পরীক্ষায় ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ৫ হাজার ৬২২ জন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close