বিশ্বজুড়ে

চালক অসুস্থ, চলন্ত বাস নিজ থেকেই থেমে যাবে!

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাসের চালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেও, স্বয়ংক্রিয়ভাবে থেমে যেতে পারবে। জাপানি একটি মটরগাড়ি নির্মাতা আগামী মাসে বাজারে নতুন এক ধরনের বাস বিক্রি করা শুরু করবে।

হিনো মটরস এই জরুরি চালোনা বন্ধ ব্যবস্থার উন্নয়ন করে, কেননা হঠাৎ করে অসুস্থতার জন্য অচেতন হয়ে পড়া বাসচালক সংশ্লিষ্ট বাস দুর্ঘটনার ঘটনা ঘটছে।

কোম্পানিটি জানাচ্ছে, এই ব্যবস্থা তাদের বড় পর্যটন বাসে জুলাই মাস থেকে সংযোজন করা হবে।

এই নিরাপত্তা ব্যবস্থা মহাসড়কে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়। একটি অবলোহিত রশ্মী ব্যবহার করা ক্যামেরা চালকদের চোখ বন্ধ হয়ে গেছে কিনা বা তারা স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে পড়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখবে।

তারপর ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে বাস থামিয়ে দেবে যখন ক্যামেরাটি নিশ্চিত হবে যে বাসটি এর রাস্তার লেনের বাইরে বেরিয়ে পড়েছে।

বাসের গতি কমে গেলে এই ব্যবস্থা ব্রেকের লাইট জ্বালাবে এবং বাসের হর্ণ বাজাবে অন্যান্য চালকদের সতর্ক ক’রে দেয়ার জন্য।

কোম্পানিটি এও জানাচ্ছে, এটি এ ধরনের প্রথম ব্যবস্থা যা বাণিজ্যিক গাড়িতে বসানো হবে।

হিনো মটরসের হিরোকাযু ওকুইয়ামা বলছেন, অনেক যাত্রী থাকা একটি বাস বা একটি বড় ট্রাক সংশ্লিষ্ট দুর্ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে ক্ষয়ক্ষতি করতে পারে।

তিনি এও বলছেন, কোম্পানিটি এই সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের জন্য কাজ করে যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close