দেশজুড়ে

ওজনে কম ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ও এর একটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

শনিবার (২৪ আগস্ট) অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জাফর মন্ডল এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে ১ কেজি দইয়ে ২০০ গ্রাম কম দেওয়ার অপরাধে নিউ জনতা মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে আলীবাবা সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এপিবিএন-১ এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Close
Close