দেশজুড়েপ্রধান শিরোনাম

এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশে সংসদে বিল পাশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পরীক্ষা ছাড়া ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উত্তীর্ণের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল-২০২১ সংসদে পাশ হয়েছে।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে কণ্ঠভোটে সর্ব সম্মতিতে এই বিলটি পাশ হয়।

এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে করোনার কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ড আইনের সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপিত হয়। খুঁটিনাটি বিষয় যাচাই-বাছাই করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে রিপোর্ট দিতে, সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, পাশকৃত বিলের গেজেটে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাক্ষর প্রদানের দুইদিন পরই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close