আমদানি-রপ্তানীকৃষিশিল্প-বানিজ্য

দাম কমছে পেঁয়াজের

ঢাকা অর্থনীতি ডেস্ক: নতুন করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি বন্দরে আমদানি শুরুর এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৭ থেকে ৯ টাকা। কোরবানি ঈদের আগে পেঁয়াজের দাম আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা।

আমদানি অনুমতির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের ২৯ এপ্রিল থেকে হিলি স্থলবন্দরে বন্ধ ছিলো পেঁয়াজ আমদানি। সম্প্রতি নতুন করে এই অনুমতি মেলায় আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এই স্থলবন্দর দিয়ে। এরপর পরই বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩১ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকা দরে। অন্যদিকে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘ঈদকে সামনে রেখে যত এলসি দেয়া আছে, পাইপলাইনে যত ভারতীয় পিঁয়াজ রয়েছে, আশা করছি ঈদের মধ্যে দাম বাড়ার কোন সুযোগ নেই। দাম হয়তো আরো কমতে পারে।’

হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, ‘২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন হিলি বন্দরে ভারত থেকে প্রবেশ করছে। ঈদকে সামনে পিঁয়াজ আমদানি দ্বিগুন হতে পারে। ২৫ গাড়ি এখন ঢুকছে, সেখানে ৫০ গাড়িও হতে পারে।’

গত দুই সপ্তাহে ৭ হাজার ৭৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৮ লাখ টাকা।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, ‘এ পোর্ট দিয়ে ৭ হাজার ৭৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যা থেকে সরকার ২ কোটি ৮ লাখ টাকা রেভেন্যু পেয়েছে। এখানে যখনই পিঁয়াজ আসছে আমরা তাৎক্ষনিক খালাস করার চেষ্টা করছি।’

Related Articles

Leave a Reply

Close
Close