দেশজুড়ে

১৮ নভেম্বর ঢাকায় আসছে ইইউর নির্বাচনী পর্যবেক্ষক দল

ঢাকা অর্থনীতি ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে আসবে আগামী ১৮ নভেম্বর।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট মিশন কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে।

এ ছাড়া কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২৫ নভেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করতে হবে।

Related Articles

Leave a Reply

Close
Close