দেশজুড়েপ্রধান শিরোনাম

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেঃ আইনমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশর বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান উদ্বোধনকালে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ যখন করোনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধ করছে, তখন বিএনপির সাহেবরা চলে যায় সিঙ্গাপুরে চিকিৎসা করতে। আর আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করছি। তাই আমাদের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। আমাদের দায়িত্ব বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়ষন্ত্র করছে তাদেরকে নির্মূল করা।’

সে সময় তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উদ্বোধনের পর ৩ পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম, কামাল হোসেন ভ্যাকসিন নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম, প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে ভ্যাকসিন গ্রহণ করেন। টিকা নেয়ার পর মন্ত্রী তাদের অনুভুতি জানতে চান।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close