করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮৯

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ৩ হাজার ৪৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৯৭ জন।

বুধবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ বুলেটিনে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৮৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২ টি।

গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ৭৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮০ হাজার ৮৩৮ জন সুস্থ হলেন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৯৬ শতাংশ।

দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। তথ্যসূত্র-আইইডিসিআরের এর ব্রিফিং (০৮.০৭.২০)

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close