করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৮৮৬ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বে আরও ৫ হাজার ৮৮৬ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুনভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৮৬ হাজার। ফলে, মোট প্রাণহানি ৮ লাখ ৭২ হাজার ছাড়ালো। একইসাথে, মোট আক্রান্ত দুই কোটি ৬৫ লাখের মতো।

এদিকে দৈনিক মৃত্যু আর সংক্রমণে আবারও শীর্ষে ভারত। দেশটিতে বৃহস্পতিবার রেকর্ড ৮৪ হাজারের বেশি মানুষের শরীরে মিললো কোভিড নাইনটিন; মারা গেছে এক হাজার ৮৩ জন। সবমিলিয়ে ভারতবর্ষে সাড়ে ৬৮ হাজার মানুষের মৃত্যু হলো করোনায়।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে দৈনিক সংক্রমণ শনাক্ত ছিলো ৪৪ হাজারের বেশি। কিন্তু, চতুর্থ দিনের মতো হাজারের ওপর মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ব্রাজিলে ২৪ ঘণ্টার হিসাবে মৃত্যুর রেকর্ড অনেক কম, ৮৩০ জন। মেক্সিকোয় ৫৭৫ জন কোভিড নাইনটিনে প্রাণ হারিয়েছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close