বিশ্বজুড়ে

দেড় কোটি টাকার মৃত পোকা উদ্ধার, আটক ভুটানের ৩ নাগরিক

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের জয়গাঁ-ভুটান সীমান্ত দিয়ে পাচারকালে গত সোমবার মূল্যবান ভেষজ কিরাজারি উদ্ধার করেছে ভারতীয় সীমা সুরক্ষা বল (এসএসবি)। উদ্ধার করা পাঁচ কেজি কিরাজারির মূল্য ১ কোটি ২৫ লাখ রুপি। এ ঘটনায় ভুটানের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

এসএসবি গোপন সূত্রে, জয়গাঁ সীমান্তপথে কিরাজারি পাচারের খবর পায়। তারা ফাঁদ পেতে জয়গাঁ সীমান্তে কিরাজারি বহনকারী একটি জিপ জব্দ করে। উদ্ধার করে পাঁচ কেজি ভেষজ। পরে তা তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে।

বন দপ্তর সূত্রে বলা হয়, কিরাজারি হলো অদ্ভুত একধরনের ছত্রাক। হিমালয় পর্বতের ১০ হাজার ফুট ওপরের কিছু নির্দিষ্ট এলাকায় পাথরের ফাঁকে পাওয়া যায় এক বিশেষ প্রজাতির শুঁয়োপোকা। ওই শুঁয়োপোকার গায়ে জন্মে কিরাজারি ছত্রাক। একসময় ওই ছত্রাকই মেরে ফেলে শুঁয়োপোকাকে। মৃত শুয়োপোকার ওপর বেড়ে উঠতে থাকে কিরাজারি। পরবর্তী সময়ে ওই ছত্রাক ও শুঁয়োপোকার মমিকৃত দেহই হলো কিরাজারি। কিরাজারি মানুষের যৌন ক্ষমতা বৃদ্ধি, যৌবন ধরে রাখা ও ক্যানসার-কুষ্ঠ রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।

Related Articles

Leave a Reply

Close
Close