ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে কারখানায় অগ্নিকান্ড, ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ (ভিডিও)

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাষ্ট্রিজ নামে কীটনাশক তৈরি করার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহাতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় ৪ তলা ভবনের কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫ টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যানপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে প্রায় সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা ভবনের ৪ তলা থেকে আগুনের সূত্রপাত। তবে কারন জানা যায়নি । এ ঘটনায় কোন হতাহতের খকবর পাওয়া যায়নি।

ভিডিও দেখুন: https://www.facebook.com/dhakaorthoniti/videos/2311765162317982

Related Articles

Leave a Reply

Close
Close