দেশজুড়েপ্রধান শিরোনাম

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৯০ লাখ টাকা আত্মসাত, আটক ২

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিকাশের ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হক এ তথ্য জানান।

আটকরা হলেন- ওই উপজেলার চরপার্বতী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সন্তোষ কুমার মজুমদারের ছেলে সুমন মজুমদার, বিকাশের কোম্পানীগঞ্জ ও কবিরহাট শাখার ম্যানেজার শিশির মজুমদার।

ওসি (তদন্ত) রবিউল জানান, সকালে চরহাজারীর ২ নম্বর ওয়ার্ডের আলী আহমদের বাড়ির সামনে বিকাশের চৌমুহনীর ডিস্ট্রিবিউশন হাউজ এ.এস কমিনিকেশন ২-এর ম্যানেজার সুমনের ওপর হামলা চালিয়ে ৯০ লাখ টাকা ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ওই সময় শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, অভিযানে ঘটনার সত্যতা না পেয়ে বিকাশ ম্যানেজার সুমন ও তার সঙ্গী শিশিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এক পর্যায়ে তারা স্বীকার করেন ছিনতাইয়ের নাটক সাজিয়ে নিজেরাই ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close