প্রধান শিরোনামবিশ্বজুড়ে

আসামে বাংলাদেশি হাইকমিশনারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সাবেক সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুর্শেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সেখানকার এক নারী। বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ করেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো এক ই-মেইলে এ ঘটনার বিচার চেয়েছেন তিনি। একই সঙ্গে মেইলটির অনুলিপি পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন অনুবিভাগের মহাপরিচালকদের কাছেও পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই নারীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

২০১৮ সালের ২০ জানুয়ারি এ ঘটনা ঘটে। ওই নারী অভিযোগ করেন চলতি বছরের ১ অক্টোবর।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘বিষয়টি প্রশাসনিক। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত মুনতাসির মুর্শেদকে গুয়াহাটি থেকে ফিরিয়েও আনা হয়েছে। তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত।’

পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ই-মেইলে ওই নারী লিখেছেন, ‘তিনি জানতে পেরেছেন যে, ধর্ষণের অভিযোগ সত্ত্বেও বাংলাদেশের প্রশাসন কাজী মুনতাসির মুর্শেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অনানুষ্ঠানিক আলাপচারিতার অভিযোগ এনে তাকে রক্ষার চেষ্টা করছে।’

আসামের ওই নারী লিখেছেন, ‘মুনতাসির নিজেকে অবিবাহিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছিলেন। প্রথম সাক্ষাতেই মুনতাসির আমাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন এবং আমি বাধ্য হয়েছিলাম। এটি মানবতাবিরোধী অপরাধ এবং আমি তার (মুনতাসিরের) নৃশংসতার শিকার হয়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত মুনতাসির মুর্শেদ বলেন, একটি পক্ষ তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Close
Close