ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে পদ্মা এগ্রোকে ৫০ হাজার টাকা জরিমানা

ধামরাই প্রতিবেদকঃ ধামরাইয়ে অভিযান চালিয়ে পদ্মা এগ্রো স্পেয়ার্স কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।

এর আগে বিকেলে কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার ও র‌্যাব-৪, মিরপুর-১ এর এসজিপি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের সহযোগিতায় ওই এলাকার একটি এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ মালমাল সংরক্ষণের দায়ে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার বলেন, ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close