বিশ্বজুড়ে

বৃষ্টিপাত ও তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগে গাজার বাসিন্দা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বৃষ্টিপাত ও তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দা। যুদ্ধ পরিস্থিতির মাঝেই এই দুর্যোগের ফলে মানবেতর দিনাতিপাত করছে তারা।

জানা যায়, কয়েকদিন যাবত টানা বৃষ্টিপাতের কারণে আশঙ্কাজনক হারে কমেছে উপত্যকার তাপমাত্রা। তীব্র ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তাবুতে পানি ঢুকে শেষ আশ্রয়স্থলও হয়ে পড়ছে বসবাসের অনুপযোগী।

এছাড়াও বেশির ভাগ মানুষের গরম পোশাক না থাকায় ভোগান্তি বেড়েছে বহুগুণ। তাই যুদ্ধবিরতির মাঝে অনেকেই কম্বল এবং শীতের কাপড়ের সন্ধানে ফিরছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতবাড়িতে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানায়, দখলকৃত পশ্চিম তীরেও তীব্র ঠান্ডা আবহাওয়া ও নিরাপত্তাহীনতায় দিন অতিবাহিত হচ্ছে ফিলিস্তিনিদের।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close