চাকুরী

নন-ক্যাডার নিয়োগে অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের নন-ক্যাডার পদের সরাসরি নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি)।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার (১৩ এপ্রিল) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের পদের সরাসরি নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের উদ্দেশে গত ২৩ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরিচালক বরাবর ডাকযোগে বা হাতে হাতে জমাদানের নির্দেশনা দেয়া হয়েছিল। ওই অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে স্থগিত করা হলো।

আবেদনপত্র জমাদানের পুনঃনির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close