আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

নভেম্বর মাসে পণ্য রফতানিতে রেকর্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে আসা এবং দেশে জ্বালানি সংকটের মধ্যেই গেল নভেম্বর মাসে পণ্য রফতানিতে রেকর্ড হয়েছে। মাসটিতে ৫০৯ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, একক মাস হিসেবে যা সর্বোচ্চ। এর আগে গত বছরের ডিসেম্বরে সর্বোচ্চ ৪৯১ কোটি ডলারের পণ্য রফতানি হয়।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ শতাংশ রফতানি বেশি হয়েছে। যা গত বছরের একই মাসের চেয়ে ২৬ শতাংশ বেশি।

গত পাঁচ মাসে মোট ২ হাজার ১৯৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এর মধ্যে তৈরি পোশাক রফতানি থেকে এসেছে ১ হাজার ৮৩৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে এ খাতে রফতানি বেশি হয়েছে ১৬ শতাংশ।

ইপিবির প্রতিবেদন বলছে, গত পাঁচ মাসে তৈরি পোশাকের বাইরে রফতানি তালিকার অনেক পণ্যের রফতানি কমেছে। কৃষিপণ্যের রফতানি কমেছে ২৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Close
Close