দেশজুড়েপ্রধান শিরোনাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাতিম স্টিল নামে একটি ফার্নিচার প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: ওসমান এ তথ্য নিশ্চিত করে জানান, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল এর কারখানাটি তিন তলা ভবন। আগুন লাগার সাথে সাথে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ও আড়াইহাজারসহ চারটি স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে তিন তলা ভবনটির প্রতিটি ফ্লোরেই আগুন ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সাপোর্ট দিতে ঢাকা থেকেও কয়েকটি ইউনিট রওনা দিয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলতে পারব।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close